ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়েছে। এই অভিযান শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১:৪৫ মিনিটে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেলমথুরাপুর গ্রামের একটি নির্জন বাগানে পরিচালিত হয়। শনিবার (২৩ আগস্ট) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।
অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলভার, তিনটি তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়। র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলি সম্ভবত দীর্ঘদিন ধরে ওই স্থানে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
তিনি আরও বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আমাদের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বদা সতর্ক রয়েছি।
Comments