বরিশালে মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান।
বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ), মোঃ জহিরুল ইসলাম আকন্দ, সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক, ব্যাবসায়ি আকবর হোসেন, রাকিবুর রহমান রিজভী সহ অন্যান্যরা। এছাড়াও ওই এলাকার ৩০ জন মৎস চাষি অংশ নেয়।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. আনিসুজ্জামান বলেন, নিরাপদ মাছ উৎপাদন করতে হবে। কারন আমাদের দেশের মাছ এখন রপ্তানি হয়। মাছে কোন ধরনের বিষাক্ত দ্রব থাকলে সেটা নারাপদ নয়। যা খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়।
আনিসুজ্জামান আরও বলেন, আমাদের দেশে পরিত্যাক্ত যেসব জলাসয় রয়েছে সেগুলোকে চাষের আওতায় আনতে হবে। এতে করে অর্থনিতি ও নিজের ভাগ্য বদল হবে।
১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
Comments