মিরসরাইয়ে শিশু সন্তানকে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) মধ্য রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের মোল্লা বাড়ির প্রবাসী মো. হেলাল উদ্দিনের ঘরে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির শিকার হওয়া পরিবারটির গৃহকর্ত্রী রিজিয়া বেগম বলেন, রাস্তার পাশে আমাদের একা বাড়িতে রাতে প্রবাসে থাকা বড় ছেলের বউ তার এক মাস বয়সী মেয়ে, ছোট ছেলে, বেড়াতে আসা মেয়ে তার স্বামী ও তাদের দুই বছর বয়সী ছেলে ছিল। রাত সাড়ে তিনটার দিকে প্রথমে রান্না ঘরের দরজায় ও পরে থাকার ঘরের দরজায় ধাক্কা দেয়ার শব্দ শুনতে পেয়ে উঠি আমি। কে দরজায় ধাক্কা দিচ্ছে জানতে চাইলে মুহূর্তেই শাবল দিয়ে থাকার ঘরের সামনের দরজা ভেঙে ফেলে ৮-১০ জন ডাকাত সদস্য ঘরে ঢুকে পড়ে। ঘরের ভেতর ঢোকা ডাকাত সদস্যরা ছাড়াও বাইরে আরো কয়েকজনের কথা শুনতে পেয়েছি। তাদের হাতে লোহার রড, সাবল ও দেশীয় ধারালো অস্ত্র ছিল।
তিনি বলেন, মুখোশধারী ও হাফপ্যান্ট পরা ডাকাত সদস্যরা ঘরে ঢুকে বড় ছেলের এক মাস বয়সী মেয়ে মিত্তাউল ফারিন ও আমার মেয়ের দুই বছর বয়সী ছেলে মো. সাইফানের গলায় ধারালো ছুরি ধরে গলা কেটে ফেলার হুমকি দিয়ে ঘরের ভেতর কি আছে সব দিতে বলে। এ সময় তারা আমার ছেলে ও মেয়ে জামাইয়ের হাত বেঁধে সবাইকে এক কক্ষে আটকে রেখে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ত্রিশ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। আরেকটি মুঠোফোন ভেঙে রেখে যায়। ডাকাত চলে যাওয়ার পর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় জোরারগঞ্জ থানার পুলিশ এসে সব দেখে তথ্য নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব আমরা।
ডাকাতির বিষয়ে মধ্যম আজমনগর মোল্লা বাড়ি এলাকার সমাজ সর্দার মো. জাফর আহমদ বলেন, গত ৪০ বছরে আমাদের এলাকায় কোন ডাকাতের ঘটনা ঘটেনি। নিষ্পাপ শিশুদের গলায় ধারালো ছুরি ধরে ডাকাতি এমন জঘন্য ঘটনা আমাদের অবাক করেছে। পুলিশ যেন এ ঘটনা তদন্ত করে ডাকাতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনে।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকায় সোমবার গভীর রাতে ডাকাতির খবর পেয়ে ভোরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় একটি চক্র তৈরি হয়েছে। এমন ঘটনা রোধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Comments