ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালাল চক্রসহ ঢাকা দক্ষিণ মহানগর আ.লীগ নেতা আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে তিন মানবপাচারকারী দালালসহ আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে পালানোর সময় রিয়াজ উদ্দিন মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের দালাল ভজের কাছে পৌঁছান। এ সময় দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে দুই দিন ধরে তাকে আটক রেখে হত্যার হুমকিও দেয়।
শনিবার সকালে মোটরসাইকেলে করে তাকে শহরের দিকে নিয়ে আসার সময় সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালালসহ রিয়াজকে আটক করে।
এ সময় খবর পেয়ে দালাল চক্রের অন্যতম সদস্য ভজে, বিজিবি সদস্যদের সাথে ঘটনাস্থলে এসে আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। পরে বিজিবি সদস্যরা আটক দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং থানা পুলিশে খবর দেন।
পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজ উদ্দিন ও তিন দালালকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Comments