মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিজলী ক্লাবের উদ্যোগে ১২তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক শেখ ফরিদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার ডা. মাহমুদুল হাসান, চট্টগ্রাম সরকারি শারীরিক কলেজের প্রভাষক জিকু কুমার নাথ, শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
ক্লাবের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন অমিত ও সাংগঠনিক সম্পাদক হাসান শাকিলের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজলী ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, ইমাম হোসেনসহ ক্লাবের সদস্য ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সবশেষে অতিথিরা মেধা গ্রেডে ১৬ জন এবং সাধারণ গ্রেডে ৮০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
Comments