মিরসরাইয়ে বিএনপির মোটর শোভাযাত্রা ও সমাবেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি ও বিএনপি, যুবদলের শীর্ষ ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রামের ২২ কিলোমিটারে মোটর শোভাযাত্রা করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বড়দারোগাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে বারইয়ারহাট গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্ট বিপ্লব। আন্দোলনে বিএনপি ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ অনেকে আন্দোলনের ফসল ঘরে তুলতে চায়। বিএনপির নেতা-কর্মীরা বেঁচে থাকে তা হতে দেবে না।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অতীতের মতো অচিরেই ব্যর্থ হবে। মিরসরাই বিএনপির মনের ভাষা বুঝতে হবে। ষড়যন্ত্রকারীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের ভুল বুঝিয়ে আমাদের নেতৃবৃন্দকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। ষড়যন্ত্রকারীদের দল থেকে বহিষ্কার করে জাতীয়তাবাদী চেতনার মিরসরাইয়ের জনপ্রিয় নেতৃবৃন্দকে দলের দায়িত্ব দেয়ার আহবান জানাচ্ছি। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রিয় নেতা তারেক রহমান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শান্ত থাকবেন। এই মিরসরাই আপনাদের নেতৃত্বে সকল প্রকার আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, ইমাম হোসেন বাবলু, মিয়া সওদাগর, জহির উদ্দিন বাবলু, মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, শরফুদ্দীন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব মো. ফয়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন, ছাত্রদল নেতা নাজিম সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Comments