চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট ও পাকিস্তানি নিষিদ্ধ ভিউ-ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
মঙ্গলবার (২৯ জুলাই) আবুধাবি থেকে আগত ইউএস-বাংলার BS-350 ফ্লাইটে আসা দুই যাত্রী ফেনীর ছাগলনাইয়া এলাকার নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারীর মো. মিজানুর রহমানের কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআইয়ের চট্টগ্রাম বিমানবন্দর ইউনিট তাদের তল্লাশি চালায়।
তল্লাশিতে ১৯০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট এবং ৯২০ পিস পাকিস্তানি নিষিদ্ধ ভিউ-ক্রিম পাওয়া যায়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।
পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে ভবিষ্যতে অনুরূপ ঘটনার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দুই যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের কর্মকর্তা।
Comments