চট্টগ্রামে অস্ত্র তৈরির সরঞ্জাম, নগদ অর্থসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে অভিযান চালিয়ে তুরস্কের তৈরি ১টি একনলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির মোঃ আব্দুল মজিদ (৪২)।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ করেন, সরঞ্জাম এনে নিজেই অস্ত্র তৈরি করে নিজ বাড়িতে বিক্রি করেন আব্দুল মজিদ। নিজ বাড়ির পুকুর ঘাটে লুকিয়ে রাখা সরঞ্জাম পুলিশ উদ্ধার করলেও অস্ত্র তৈরির কারখানার সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বরুমচড়া ইউনিয়নের এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করে। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে বিপুল সংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়।
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে ও নিজে অস্ত্র তৈরি করে বিক্রি করে। তিনি চট্টগ্রামে ব্যবসার আড়ালে এ অস্ত্র ব্যবসা করে। তার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মজুদ করা অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম পুকুর ঘাটে রাখার স্থানটি পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া অস্ত্রের সকল ছবি মোবাইলে রেখে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়।
Comments