ভিসা প্রক্রিয়া প্রসঙ্গে যা বললেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনের ভারতীয় ভিসা প্রদান শুরু করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং আমরা তা প্রচুর পরিমাণে দিচ্ছি। পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে।
এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাকে স্বাগত জানান। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান।
Comments