বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আবারও দেশের বাইরে নেওয়া হবে, সকাল থেকে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এমনকি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
তিনি আরো বলেন, 'যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, তবে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে। কিন্তু বর্তমান পর্যায়ে তা নিয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।'
সম্প্রতি এ প্রসঙ্গে প্রকাশিত কয়েকটি সংবাদের বিষয়ে তিনি বলেন, 'এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটি একেবারে টোটালি ফেইক নিউজ।
Comments