ইসরায়েলের নিন্দা করায় জাতিসংঘ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা ফ্রানচেসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে রুবিও লিখেছেন, 'মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি ও নির্বাহীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে (আইসিসি) পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেছেন তিনি। এই অবৈধ ও লজ্জাজনক প্রচেষ্টার কারণেই তাঁর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।'
এই পদক্ষেপটি গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ তদন্তের ক্ষেত্রে যেসব ব্যক্তি ও সংস্থা জড়িত, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের সর্বশেষ উদাহরণ। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেন। এরপর আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানসহ আরও চারজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।
রুবিও জানান, আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও ওই নির্বাহী আদেশ অনুযায়ী কার্যকর করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই আলবানিজের ওপর এই নিষেধাজ্ঞা এলো। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। এক্সে তিনি লিখেছেন, 'জাতিসংঘের প্রতি এটি একটি স্পষ্ট বার্তা। এখন জাতিসংঘের কিছু বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।'
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও এই উদ্যোগের প্রশংসা করেছেন।
এক বিবৃতিতে রুবিও বলেন, আলবানিজ সরাসরি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেপ্তার, আটক ও বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই আইসিসি গঠনে স্বাক্ষরকারী দেশ নয়, ফলে এই পদক্ষেপ দুই দেশের সার্বভৌমত্বের ওপর 'মারাত্মক হস্তক্ষেপ।'
প্রসঙ্গত, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আলবানিজের ম্যান্ডেট নবায়নের বিরোধিতা করে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানায় যেন তিনি 'আলবানিজের কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা জানান এবং তাঁকে র্যাপোর্টিয়রের পদ থেকে অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।'
সূত্র : আল জাজিরা
Comments