‘পুষ্পা’ নিয়ে নতুন অভিযোগ

বক্স অফিস হিট সিনেমা মুক্তির পর থেকেই আলোচনায় 'পুষ্পা টু'। সিনেমার মুক্তি কেন্দ্র করে দুর্ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে বক্স অফিস মাতিয়েছে এই সিনেমা। দর্শকের কাছে দারুণ প্রশংসা পেয়েছেন আল্লু অর্জুন। তবে এবার নতুন আলোচনায় এই সিনেমা।
'পুষ্পা টু'র বিরুদ্ধে উঠেছে নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ। নায়ক আল্লু অর্জুনের কথা বলার বিশেষ ভঙ্গি দর্শক মহলে প্রশংসা পেয়েছে। আল্লুর থুতনির নিচে হাত রেখে 'ঝুঁকেগা নেহি' বলা কিংবা এক কাঁধ উঁচু করে হাঁটার স্টাইল— ব্যাপক জনপ্রিয়তা পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কৌশল ভাইরাল হয়ে ওঠে এবং অনেকেই তা নকল করে ভিডিও তৈরি করেন।
রিপাব্লিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই জনপ্রিয়তাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। হায়দরাবাদের ইউসুফগুড়ার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা অভিযোগ করেছেন, 'পুষ্পা'র নেতিবাচক প্রভাব শিক্ষার্থীদের মধ্যে পড়ছে। তার মতে, সিনেমাটি শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন এনেছে, তারা শৃঙ্খলা মানতে চাইছে না এবং কথায় কথায় সিনেমাটির বিভিন্ন সংলাপ ব্যবহার করছে।
সম্প্রতি, এক শিক্ষা সমিতির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে শিক্ষকরা জানান, বিশেষ করে সরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। অনেক শিক্ষার্থী 'পুষ্পা টু' দেখার পর নতুন ধরনের চুলের ছাঁট নিয়ে আসছে, যা সিনেমাটির অনুপ্রেরণা থেকে নেয়া।
প্রধান শিক্ষিকা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ব্যবহারে বড় পরিবর্তন এসেছে। শিষ্টাচারের অভাব রয়েছে, কথায় কথায় গালিগালাজ করছে। এমনকি শৃঙ্খলা শেখানোর চেষ্টা করলেও তারা তা মানতে চাইছে না। মা-বাবারাও এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এই বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন, যার ফলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এক পক্ষের মত, এ ধরনের সিনেমার কারণেই শিক্ষার্থীরা খারাপ দিকে যাচ্ছে। এই ধরনের ছবি কখনও দেখা উচিত নয়। অন্যদিকে, অনেকে মনে করেন, শিক্ষার্থীদের শিষ্টাচার শেখানো শিক্ষকদেরই দায়িত্ব। সিনেমাকে দোষ দিলে সমস্যার সমাধান হবে না।
Comments