বিতর্কিত স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ
ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে কিছু অপ্রীতিকর চ্যাটিং স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এটা ফেইক। আবার কেউ কেউ বলছেন এ ঘটনা সত্যি। অবশেষে শনিবার দিবাগত রাত ১ টার দিকে একটি ভিডিও পোস্ট করে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে কথা বলেন বান্নাহ। বিষয়টি ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে জনপ্রিয় এই নির্মাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (১২ জানুয়ারি) সকালে ছড়িয়ে পড়ে স্ক্রিনশটগুলো। রাতে বান্নাহ তার ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তায় বলেন, এগুলো ভিত্তিহীন। সত্যি প্রমাণ করতে পারলে আমি মিডিয়া ছেড়ে দেব। যারা জুলাই আন্দোলনে গণহত্যা সমর্থন দিয়েছে, তারাই এগুলো করছে। যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই জানে আমি এই কাজগুলো করতেই পারি না। কারণ, তারা জানে আমার ব্যক্তিত্বের সঙ্গে এগুলো যায় না। এর আগেও আমার পিছনে কিছু লোক লেগেছিল কিন্তু সেবার হালে পানি পায় নাই। কিন্তু এবার যে চ্যাটিং ছড়ানো হয়েছে এগুলো আমাকে যারা চেনেন তারা জানে আমার চ্যাটিং করার স্টাইল কেমন। যারা এগুলো করছে তারা গত আগস্টে মাসে পালিয়েছিল। আমাকে তারা লাল বিপ্লবী বলে। হ্যাঁ আমি লাল বিপ্লবী।
তিনি আরও বলেন, আমি একজন বাংলাদেশের দালাল। শুরু থেকে গণহত্যার বিরুদ্ধে যেভাবে কাজ করছি আমি একদম ঠিক কাজ করছি। যারা জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে এগুলো ঘটছে। আজকে আমাকে টার্গেট করা হলো। আগামীতে আপনার বিরুদ্ধেও এগুলো করা হবে। আমি চ্যালেঞ্জ করলাম। যে অভিযোগ আনছে, সে ফেইস টু ফেইস আসুক। স্ক্রিনশটের কথাগুলো এবং অভিযোগ আনছে তার সঙ্গে আমি কথা বলে থাকি, তাহলে মিডিয়া ছেড়ে দেব এবং আমি নিজেই নিজেকে শাস্তি দেব। যারা এগুলো করছে ওদের এসবে আমি থেমে যাবো না। আরও বেশি আগাবো।
বান্নাহর বক্তব্য, তিনি ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ছিল। শুরু থেকে তিনি ছাত্রদের সঙ্গে ছিলেন। এ কারণে তার সম্মানহানি করতে এসব মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, যে আইডি থেকে অভিযোগ ছড়ানো হয়েছে সেই আইডি অক্টোবর মাসে ওপেন করা হয়েছে। যারা এগুলো পোস্ট করছে তাদের আইডিগুলো ফেইক। এগুলো সব মিথ্যে অভিযোগ। জুলাই আন্দোলনের ঘটনাগুলো নিয়ে কনটেন্ট বানাবো। যারা আমাকে ক্ষেপিয়ে তুলেছে তারা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। এখন আমি আরও ৫০ গুণ বেগে বারুদের মতো জ্বলে উঠবো।
বান্নাহ আরও বলেন, অন্যায়ের কাছে মাথানত করার মানুষ আমি নই। জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ মারা গেছে। আমিও তাদের মধ্যে একজন হতে পারতাম। তাই বলে আমি কখনও থেমে থাকিনি। যে মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সে সামনে আসুক, প্রমাণ করুক। আমি জানি পারবে না। কারণ আমি এই কাজ করিনি। তাই সবার কাছে আমার অনুরোধ, যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন সেটা বজায় থাকুক। আর কেন আমি এই মিথ্যে অভিযোগের শিকার হলাম সেই উত্তর পাওয়া যাবে লাল জুলাই-এ। সবাই এই কনটেন্ট দেখবেন।
Comments