জালিয়াতি করে ২০ বছর নিউজিল্যান্ডে বসবাস বাংলাদেশি দম্পতির

তথ্য ও নথিপত্র জালিয়াতি করে প্রায় ২০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করেছেন বাংলাদেশি দম্পতি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুই দশক পরে হলেও তাদের জারিজুরি ফাঁস হয়ে গেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এই দম্পতির বিরুদ্ধে অভিবাসন ও পরিচয় জালিয়াতির ৪০টি অভিযোগ আনা হয়েছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অপর সদস্যের পরিচয় ব্যবহার করে, তথ্য জালিয়াতি করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে কাজ করতে থাকেন ওই দম্পতি এবং শেষ পর্যন্ত নাগরিকত্বও পেয়ে যান। কিন্তু প্রতারণা ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। স্থানীয় একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।
বাংলাদেশি ওই দম্পতি হলেন—জাহাঙ্গীর আলম ও তাজ পারভীন শিল্পী। তাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের ছয় বছরের তদন্তের পর অভিযোগ আনা হয়। অকল্যান্ড জেলা আদালতে ১৩ দিন ধরে চলা বিচার শেষে গত শুক্রবার আলম ও শিল্পীকে দোষী সাব্যস্ত করা হয়।
তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, আলম তাঁর ভাইয়ের পরিচয় ব্যবহার করে নিউজিল্যান্ডে ভিজিটর ভিসা পান এবং দেশটিতে প্রবেশ করেন। পরে তিনি একটি ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব ও দুটি নিউজিল্যান্ডের পাসপোর্ট পান।
Comments