বিএসইসির কাছে মার্জিন রুলস-সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ পেশ টাস্কফোর্সের

পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে মার্জিন রুলস, ১৯৯৯-এর যুগোপযোগীকরণে চূড়ান্ত সুপারিশ পেশ করেছে।
গতকাল বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ হস্তান্তর করে সংস্কার টাস্কফোর্স। এছাড়া টাস্কফোর্সের সদস্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সংস্কার টাস্কফোর্স কমিশনের কাছে এ সংক্রান্ত খসড়া সুপারিশ জমা দেয়। পরবর্তী সময়ে খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হয়। মতামত বিবেচনায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এ-সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে। —বিজ্ঞপ্তি
Comments