সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বৃদ্ধি অব্যাহত

আগের দুইদিনের ধারাবাহিকতায় আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএস৩০ সূচক নেতিবাচক ছিল। বেড়েছে ডিএসই শরীয়াহ সূচক। লেনদেন বেড়ে হয়েছে ৪৮৩ কোটি ৬১ লাখ টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১৪ কোটি টাকা। দর বেড়েছে ৩৮ শতাংশ কোম্পানির, কমেছে ৪৮ শতাংশের দর। অপরিবর্তিত ছিল ১৩ শতাংশের দর।
খাতভিত্তিক লেনদেনে আজও ওষুধ ও রসায়ন খাতের একক প্রাধান্য ছিল। এ খাতে ৯৪ কোটি টাকার বেশি লেনদেন হয়। যা মোট লেনদেনের ২০ শতাংশ। এ খাতে মাত্র ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লেনদেন বাড়ার পাশাপাশি আজ দরবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিল মিউচুয়াল ফান্ড খাত। প্রায় ৪৫ কোটি টাকা লেনদেনের পাশাপাশি এ খাতে দর বেড়েছে প্রায় ৮০ শতাংশ কোম্পানির। প্রকৌশল খাতে লেনদেন বেড়ে আজ তৃতীয় অবস্থানে উঠে আসে। এ খাতে লেনদেন হয় ৪০ কোটি টাকার বেশি।
২৪ কোটি টাকা লেনদেন হয়ে বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষে উঠে আসে। দর বেড়েছে দেড় টাকা। এসপি সিরামিকসের প্রায় ২০ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয় ১০ পয়সা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রায় ১৮ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৭০ পয়সা। এ তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা ফার্মা, বিচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, স্কয়ার ফার্মা।
প্রায় ১০ শতাংশ বেড়ে বিডি ল্যাম্পস দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া ডেসকো, হাইডেলবার্গ সিমেন্ট, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে। দরপতনে ছিল পদ্মা লাইফ, সেন্ট্রাল ফার্মা, ফু ওয়াং ফুড, মাইডাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ১৩ দশমিক ১৭ পয়েন্ট। সিএএসপিআই সূচক কমেছে ২৮ দশমিক ১৫ পয়েন্ট। তবে ইতিবাচক ছিল সিএসআই সূচক। সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেন হয় সাড়ে ছয় কোটি টাকা। লেনদেন হওয়া ২৩৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১২টির। অপরিবর্তিত ছিল ৩৪টির দর।
১ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়ে উত্তরা ব্যাংক শীর্ষে উঠে আসে। ক্রাউন সিমেন্টের ১ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়। এছাড়া বেক্সিমকো ফার্মা, এসিআই, বিএটিবিসি, মিডল্যান্ড ব্যাংক লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড শীর্ষে অবস্থান করে। এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট, শমরিতা, ইসলামি ফাইন্যান্স ও গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে।
দরপতনের থাকা এইচআরটেক্স এবং মাইডাস ফাইন্যান্স এর দর ১০ শতাংশ কমেছে। এছাড়া প্রাইম টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সিমটেক্স দরপতনের শীর্ষে চলে আসে।
Comments