সপ্তাহের দ্বিতীয় দিনেও নিম্নমুখী গতিতে বাজার

সপ্তাহের দ্বিতীয় দিনে নিম্নমুখী ধারায় লেনদেন সম্পন্ন হয়েছে পুঁজিবাজারে। সব কয়টি সূচকের পতনের পাশাপাশি লেনদেন ও শেয়ারদরে বড় পতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । আজ লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে মাত্র ৯৮টির দর বেড়েছে। কমেছে ২৩০টির দর। আগেরদিনের তুলনায় ৪০ কোটি টাকা লেনদেন কমে হয়েছে ৩৮১ কোটি ৭৫ লাখ টাকা। ডিএসইএক্স সূচক কমেছে ১৬ দশমিক ১৮ পয়েন্ট। ডিএসইএস সূচক কমে ৪ দশমিক ১৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক কমে ৫ দশমিক ১৬ পয়েন্ট। লেনদেনের শুরুতে শেয়ার কেনার কিছুটা চাপ থাকলেও বেলা ১১টার পরে বিক্রির চাপ বাড়লে সূচক নেমে যেতে থাকে। শেষ পর্যন্ত সূচকের পতন অব্যাহত থাকে। শেষ পর্যন্ত ১৬ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায় প্রধান সূচক।
৬৬ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে মাত্র ৩২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বস্ত্রখাতে ৪৮ কোটি টাকা লেনদেন হয়। এ খাতে মাত্র ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়। প্রকৌশল খাতে ৪৩ কোটি টাকা লেনদেন হয়। বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও তুলনামূলক সূচক পতনের হার কম হওয়ার কারণ জিপি, স্কয়ার ফার্মা, রবি ও ব্রাক ব্যাংকের দরবৃদ্ধি।
সাড়ে ৩৩ কোটি টাকা লেনদেন হয়ে ওরিয়ন ইনফিউশন লেনদেনের শীর্ষে উঠে আসে। দরপতন হয় ৩ টাকা ৭০ পয়সা। টানা কয়েকদিন বৃদ্ধির পরে শেয়ারটি থেকে মুনাফা তুলে নেয়া হয়েছে আজ। ফু ওয়াং ফুডের সোয়া সাত কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৯০ পয়সা। এইচ আর টেক্সের সোয়া ৬ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬০পয়সা। এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে লোভেলো, জেমিনি সিফুড, এসপি সিরামিকস, রবি, ইন্ট্রাকো।
প্রায় ১০ শতাংশ বেড়ে এসপি সিরামিকস দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া জেমিনি সি ফুড, ফু ওয়াং ফুড, এশিয়ান টাইগার সন্ধানী লাইপ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে। দরপতনে ছিল সুহ্রদ ইন্ডাস্ট্রিজ, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্টাইল ক্রাফট, আরামিট সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১১১টির, অপরিবর্তিত থাকে ৪৩টির দর। লেনদেন হয় ৩ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ দশের তালিকায় উঠে আসে রবি, যমুনা অয়েল, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, ইসলামিক ফাইন্যান্স। ১০ শতাংশ বেড়ে আনলিমা ইয়ার্ন দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানে ছিল হামিদ ফ্যাব্রিক্স, এসপি সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টিল। দরপতনে ছিল বিজিআইসি, রানার অটো, ফারইস্ট ফাইন্যান্স, এসিএফএল।
Comments