রমজান মাসের প্রথম লেনদেন শুরু পতন দিয়ে

সপ্তাহের এবং রমজান মাসের প্রথমদিন পতন দিয়ে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কয়টি সূচক পতনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। মোট লেনদেনও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। আজ সকালে লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এই উর্ধ্বমুখী গতি বেশি সময় স্থায়ী হতে পারেনি। আধাঘণ্টার ব্যবধানে বিক্রির চাপ বাড়লে সূচক নেমে যেতে থাকে। শেষ পর্যন্ত সূচকের পতন অব্যাহত থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচকের পতন হয় ১০ পয়েন্ট। ডিএসইএস সূচক কমে দশমিক ৪৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক কমে ১ দশমিক ৮৬ পয়েন্ট। ডিএসইতে ৩৬ শতাংশ বা ১৪৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ৪৭ শতাংশের দর। অপরিবর্তিত ছিল ১৬ শতাংশের দর। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬৬ কোটি টাকা।
প্রায় ৫৫ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে অবস্থান করে। এ খাতে ৪৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতে ৫৪ কোটি এবং প্রকৌশল খাতে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গ্রামীণ ফোনের বড় দরপতন সূচকের পতনকে ত্বরান্বিত করেছে।
লেনদেনের শীর্ষে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। এরপরে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে দেড় টাকা। রংপুর ডেইরি এন্ড ফুডের ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। এছাড়া এসপি সিরামিকস, লোভেলো, কেডিএস অ্যাক্সেসরিজ, রিলায়েন্স ওয়ান, ফু ওয়াং ফুড লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে এইচআর টেক্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। বিডি অটোকারের দর বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে স্টাইল ক্রাফট, ইন্ট্রাকো, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই, হামিদ ফেব্রিক্স, আরডি ফুড। দরপতনের শীর্ষ তালিকায় ছিল এসপি সিরামিকস, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, এডিএন টেলিকম, ফুঁ ওয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। লেনদেন হওয়া ২০৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ৯৮টির, অপরিবর্তিত ছিল ৩০টির দর। লেনদেন হয় ৫ কোটি ১৭ লাখ টাকা।
১ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন হয়ে এসিআই কোম্পানি লেনদেনের শীর্ষে উঠে আসে। এরপরে রবি, লোভেলো, মালেক স্পিনিং, বিএটিবিসি, আইএফআইসি এ তালিকায় অবস্থান করে। ১০ শতাংশ করে দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে আজিজ পাইপস, হামিদ ফ্যাব্রিক্স। পরের অবস্থানগুলোতে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, ফরচুন সুজ, আরএসআরএম স্টিল, এএফসি অ্যাগ্রো।
৯ দশমিক ৮৫ শতাংশ কমে দরপতনের শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার। এরপরে অবস্থান করে শাইনপুকুর সিরামিকস, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, এমবি ফার্মা, তোসরিফা, সেনা ইন্স্যুরেন্স।
Comments