ডিএসইতে দর ও লেনদেন বাড়লেও সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বেশিরভাগ শেয়ারের দর এবং লেনদেন বাড়লেও সব কয়টি সূচকের পতন হয়েছে। লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক ধীরে ধীরে উর্ধ্বমুখী হতে থাকে। বেলা ১১টা ১০ মিনিটে সূচক দিনের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ২৬৯ পয়েন্টে উঠে যায়। এরপরে বিক্রির চাপ শুরু হলে সূচক নেমে যেতে থাকে। বেলা পৌনে দুইটার দিকে আবার কিছুটা ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট নেতিবাচক অবস্থানে থেকে লেনদেন শেষ হয়। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে সাড়ে ২৪ কোটি টাকা। লেনদেন হয় ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকা। দর বেড়েছে ১৯৩টি কোম্পানির বা ৪৮ শতাংশের দর। দর কমেছে ৩৪ শতাংশের দর।
৬৯ কোটি টাকা লেনদেন হয়ে লেনদেনের শীর্ষে উঠে আসে বস্ত্রখাত। এ খাতে ৭০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতে সাড়ে ৬৪ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫২ শতাংশ কোম্পানির। ব্যাংকখাতে সাড়ে ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে মাত্র ১৯ শতাংশ কোম্পানির। গ্রামীণ ফোন, বিএটিবিসি, ইসলামি ব্যাংক, ইউনাইটেড পাওয়ারের মতো বড় মূলধনি কোম্পানির দরপতনের কারণে বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধি সত্ত্বেও সূচক নেতিবাচক ছিল।
ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশনের সাড়ে ১৯ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা। বসুন্ধরা পেপার মিলসের ১২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৯০ পয়সা। এরপরের অবস্থানগুলোতে ছিল পেপার প্রসেসিং, অগ্নি সিস্টেমস, এসপি মিসরামিকস, আইএফআইসি।
প্রায় ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে বিডি ল্যাম্পস। এরপরের অবস্থানে ছিল এইচ আর টেক্স, স্টাইল ক্রাফট, বসুন্ধরা পেপার মিল, এস আলম কোল্ড রোলড। দরপতনে ছিল দেশবন্ধু পলিমার, গ্রামীণফোন, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিএটিবিসি, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে(সিএসই) লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯১টির দর। অপরিবর্তিত ছিল ৩১টির দর। সিএসইতে স্কয়ার ফার্মা ও এসিআই কোম্পানির বড় অঙ্কের শেয়ার লেনদেন হওয়ায় লেনদেনের অঙ্ক দাঁড়ায় ১০৩ কোটি ৯২ লাখ টাকায়। স্কয়ার ফার্মার ৪৮ কোটি ৬৭ লাখ টাকার এবং এসিআই কোম্পানির ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া মেঘনা পেট্রোলিয়মের ৬ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়।
সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট সিএএসপিআই সূচক ৫০ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল।
১০ শতাংশ দর বেড়ে হামিদ ফেব্রিক্স, প্রাইম টেক্সটাইল, মেট্রো স্পিনিং দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এছাড়া সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্স আরামিট সিমেন্ট সাফকো স্পিনিং ও ইউসিবি দরবৃদ্ধির তালিকায় অবস্থান করে।
দরপতনে ছিল মির আকতার, বিআইএফসি, ইফাদ অটোস, লোভেলো, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
Comments