দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে বি ক্যাটাগরির জাহিন স্পিনিংয়ের

অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন বন্ধ থাকায় জাহিন স্পিনিং মিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) লোকসান বেড়েছে। পাশাপাশি অন্যান্য সূচকেও অবনতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৮ পয়সা। গত বছরের একই সময় যা ছিল ১১ পয়সা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১৫ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা। অর্থাৎ প্রথম ছয় মাসে লোকসান বেড়েছে প্রায় পাঁচ গুণ।
প্রতিষ্ঠানটির বিক্রয়ের পরিমাণ হ্রাস এবং উৎপাদন বন্ধ থাকায় পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি এই ক্ষতির প্রধান কারণ। অগ্নিকাণ্ডের পর থেকে উৎপাদন স্থগিত থাকায় আয় কমলেও খরচ বেড়ে যায়। এ ছাড়া জুলাই-ডিসেম্বর ২০২৪ সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহের (এনওসিএফপিএস) সামান্য উন্নতি হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকায় কারখানার ওভারহেড ও অন্যান্য অপারেটিং খরচ কমে যাওয়ায় এই উন্নতি হয়েছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) নেমে এসেছে ২ টাকা ৭৮ পয়সায়; ২০২৪ সালের ৩০ জুনে যা ছিল ৩ দশমিক ৯৬ টাকা। সংরক্ষিত আয় কমে যাওয়াকে এই পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত এক বছরে বি ক্যাটাগরির দূর্বল কোম্পানি জাহিন স্পিনের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৫ টাকা ২০ পয়সা। কোম্পানিটি তেমন একটা লভ্যাংশও দেয় না। ২০২৪ সালে তারা শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৯ সালে তারা ৫ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Comments