ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, প্রতি শেয়ার সম্পদমূল্য ২৫ টাকা ৬৭ পয়সা এবং শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ২ টাকা ২০ পয়সা হয়েছে। যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে হয়েছিল যথাক্রমে ২ টাকা ৭৭ পয়সা, ২৩ টাকা ৫১ পয়সা এবং ১ টাকা ৫৮ টাকা পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ, ২০২৫। এজন্য রেকর্ড ডেট ২মার্চ,২০২৫। বার্ষিক সাধারণ সভা সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে স্থান পরে জানানো হবে।
এদিকে আজ শেয়ারটির লেনদেনে কোন সীমা নির্ধারিত না থাকায় রিপোর্ট লেখার সময় শেয়ারটি দরপতনে ছিল ১ টাকা ৩০ পয়সা। সবশেষ লেনদেন হয় ৫১ টাকায়। কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে আসে। ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ ও ২০২৩ সালে ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল।
Comments