পতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু
সপ্তাহের প্রথমদিনে সূচকের ধারাবাহিক পতন হয়েছে। লেনদেনের শুরুতে সূচক উর্ধ্বমুখী থাকলেও এরপরে ধারাবাহিক পতন হয়। লেনদেনের পুরো সময়জুড়ে বিক্রির চাপে সূচক নেমে যেতে থাকে। শেষপর্যন্ত এই পতনের ধারা অব্যহত থাকে। শেষপর্যন্ত ৩৪ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায় ডিএসইএক্স সূচক। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক প্রায় ১১ পয়েন্ট, ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। লেনদেন হয় ৩১৮ কোটি টাকার। এদিন লেনদেন হওয়া ৪০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭৫টির, কমেছে ২৬১টির, অপরিবর্তিত ছিল ৬৭টির দর। আজ বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা। টানা তিন কার্যদিবস ধরে সূচকের পতন অব্যহত রয়েছে।
খাতভিত্তিক লেনদেনে সবখাতই ছিল দরপতনে। বস্ত্রখাতে মাত্র ৪১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ৫৫ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসে।
তথ্য ও প্রযুক্তি খাতের এডিএন টেলিকমের ১৯ কোটি ১৬ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে। শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা সাড়ে চার শতাংশ। ড্রাগন সোয়েটারের ১২ কোটি ১৬ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬০ পয়সা। লেনদেনে এর পরের অবস্থানগুলোতে ছিল মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, আফতাব অটো, ওরিয়ন ইনফিউশন। ৬ দশমিক ২৮ শতাংশ বেড়ে শাহজিবাজার পাওয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে ফার ক্যামিকেলের দর ৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের দর ৬ শতাংশ বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে ছিল লিগ্যাসি ফুটওয়্যার, ড্রাগন সোয়েটার, এনভয় টেক্সটাইল, এডিএন টেলিকম, শার্প ইন্ডাস্ট্রিজ।
১০ শতাংশ কমে পতনের শীর্ষে উঠে আসে কেয়া কসমেটিকস। সম্প্রতি কোম্পানিটির বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। যার কারণে এই দরপতন। এছাড়াও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মন্নু সিরামিক, রেনউইক যজ্ঞেশ্বর, জেনারেশন নেক্সট, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, মার্কেন্টাইল ইন্সুরেন্স দরপতনে চলে আসে।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচকের ৪০ পয়েন্ট পতন হয়। সিএএসপিআই সূচকের পতন হয় ৬৫ পয়েন্ট। লেনদেন হয় ১২ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা। লেনদেন হওয়া ১৮৮ কোম্পানির মধ্যে ১০৩টির দরপতন হয়। ৫৫টির দর বেড়েছে। পূবালী ব্যাংকের ৯ কোটি ৭২ লাখ টাকা লেনদেন হয়। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে ইস্টার্ন ব্যাংক, ড্রাগন সোয়েটার, ই-জেনারেশন। ১০ শতাংশ বেড়ে কাশেম ইন্ডাস্ট্রিজ দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল প্যারামাউন্ট ইন্সুরেন্স, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার। দরপতনে ছিল কেয়া কসমেটিকস, ইফাদ অটোস, পপুলার লাইফ, বেক্মিমকো গ্রিন সুসুক
Comments