রেললাইনের পাশে মায়ের হাতে ভাত খেতে গিয়ে ট্রেনে কেটে শিশুর মৃত্যু
রেল লাইনের পাশে মায়ের হাতে ভাত খাচ্ছিল ছোট্ট শিশু আইমান সামির । এ সময় মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। রেললাইনের ধারে তাদের বসতবাড়ি।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
Comments