গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি-দাদীসহ তিনজনের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি-দাদীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারী) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান, দাদী মৃত মোশারফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।
মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: সাজেদুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরী করা ছিল।
ফাঁদ তৈরীর তারের লিকেজে সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে বাচাঁতে তার দাদী রাহেলা বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে নাতি ও দাদীকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দাদা ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনিজনই মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বর্তমানে নিহতদের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। #
Comments