শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজশাহীকে ২ উইকেটে হারালো চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি রোমাঞ্চকর ম্যাচে রাজশাহী ওয়ারিয়রসকে ২ উইকেটে হারিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ২ রান, যা অত্যন্ত ঠাণ্ডা মাথায় পূর্ণ করে মাঠ ছাড়েন হাসান নওয়াজ ও শরীফুল ইসলাম।
শুক্রবারের (৯ জানুয়ারি) এই ম্যাচে প্রথমে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছিল। জবাবে চট্টগ্রাম ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চট্টগ্রামের জয়ে প্রধান ভূমিকা রাখা হাসান নওয়াজ ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরা নির্বাচিত হন।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী ওয়ারিয়রস চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। দলের পক্ষে মেহরব ও ওয়াসিম আকরাম সর্বোচ্চ ১৯ রান করে সংগ্রহ করেন। এ ছাড়া আকবর আলী ১৭ ও অধিনায়ক মুশফিকুর রহিম ১৫ রান করেন।
চট্টগ্রামের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন জামাল, যিনি ২৩ রানে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া শরীফুল ইসলাম ২০ রানে ২ উইকেট এবং তানভীর ২৬ রানে ২ উইকেট নিয়ে রাজশাহীর রানের গতি টেনে ধরেন। ফলে ২০ ওভার শেষে ১২৮ রানের মামুলি পুঁজি পায় রাজশাহী।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়েছিল চট্টগ্রাম রয়্যালস। চতুর্থ ও পঞ্চম ওভারের ব্যবধানে মাত্র ৬ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে দলটি দিশেহারা হয়ে পড়ে। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদী হাসান ও হাসান নওয়াজ।
তাদের মধ্যকার ৪০ রানের পঞ্চম উইকেট জুটি চট্টগ্রামকে ম্যাচে ফিরিয়ে আনে। মেহেদী ২৮ রান করে বিদায় নিলেও নওয়াজ অন্য প্রান্তে অবিচল ছিলেন। পরবর্তীতে আসিফ আলীর ২৭ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংসটি চট্টগ্রামকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।
শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ রান। অফ স্পিনার মেহরবের করা প্রথম তিন বলে ৮ রান আসায় জয় সহজ মনে হচ্ছিল। কিন্তু চতুর্থ ও পঞ্চম বল ডট দিয়ে নওয়াজ ম্যাচটিকে শেষ বলের রোমাঞ্চে নিয়ে যান। শেষ বলে ২ রানের প্রয়োজনে নওয়াজ লং অফে বল পাঠিয়ে শরীফুলকে সঙ্গে নিয়ে দ্রুত ২ রান পূর্ণ করেন।
রাজশাহীর পরাজয়ের পেছনে বোলারদের ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংয়ের ত্রুটিও দায়ী ছিল। বিশেষ করে কিপার মুশফিকুর রহিম ও বোলার মেহরব সহজ রানআউটের সুযোগ মিস না করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
Comments