তারেক রহমানের প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে: বিবৃতিতে আনিস-হাওলাদার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাপার মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।
বিবৃতিতে আনিস-হাওলাদার বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে; বিশেষত চব্বিশের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আমরা আশা করি, তারেক রহমান সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন। দেশে এখন জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে সংযম, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা অপরিহার্য।
Comments