বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী মেসি, তবে নিশ্চিত নন
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে উত্তাপ এখন থেকেই বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র, সেদিনই জানা যাবে কোন দল কার মুখোমুখি হবে ফুটবল মহাযজ্ঞে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে সেই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম লিওনেল মেসি। বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী হলেও এখনো শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, নিজের ফর্ম ও প্রয়োজনীয়তা বুঝেই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন তিনি।
তিনি বলেন, বিশ্বকাপে খেলা দারুণ অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো অবস্থায় পাই এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।
মেসি আরও বলেন, শিরোপা ধরে রাখা কঠিন হলেও আর্জেন্টিনার ভালো সুযোগ রয়েছে। দলের অভিজ্ঞতা, শক্ত মানসিকতা এবং ছন্দ, সবকিছুই তাদের এগিয়ে রাখছে। তার ভাষায়, আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সর্বোচ্চটা দিয়ে লড়বে। কিন্তু বিশ্বকাপ অত্যন্ত কঠিন প্রতিযোগিতা, খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। যেকোনো দলই বিপদ তৈরি করতে পারে। আমাদের দলের খেলোয়াড়রা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামে, স্কোয়াডটি বিজয়ী মানসিকতার।
Comments