পরিবারসহ লাভেলো আইসক্রিমের এমডি একরামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইকরামুল হক, তার স্ত্রী নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন, দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।
Comments