মদের দোকান বাড়ছে সৌদি আরবে
সৌদি আরবে মদের দোকান আরও বাড়ানো হচ্ছে। রয়টার্সের খবর অনুযায়ী, সৌদি আরব দুটি নতুন মদ বিক্রির দোকান খোলার পরিকল্পনা করছে। একটি দোকান হবে ধাহরান এলাকায়, আরবিক অয়েল কোম্পানি আরামকো'র কম্পাউন্ডে, যেখানে কাজ করে অ-মুসলিম বিদেশি কর্মীরা। তাদের জন্যই সৌদি সরকার এ ব্যবস্থা করছে।
আরেকটি দোকান হবে জেদ্দা শহরে, যা কূটনীতিকদের জন্য রাখা হবে। এই দোকান দুটি সম্ভবত ২০২৬ সালে খোলা হবে, যদিও স্পষ্ট সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
গত বছর রিয়াদে একটা প্রথম মদের দোকান খোলা হয়েছিল। সেটা ছিল একটিই এবং শুধুমাত্র অ-মুসলিম কূটনৈতিকদের জন্য। নতুন দোকানগুলোর মধ্যে ধাহরানের কম্পাউন্ড-দোকানটি বিশেষভাবে আরামকোর অ-মুসলিম কর্মীদের জন্য হবে।
রিয়াদে যে পুরাতন দোকান আছে, তার গ্রাহক তালিকা সম্প্রতি বাড়ানো হয়েছে। এখন সেখানে প্রিমিয়াম রেসিডেন্সি (ভিসা)ধারী অ-মুসলিম বিদেশিরাও মদ কিনতে পারছেন, দুটি সূত্র বলেছে।
মদ বিক্রি নিয়ে আইনগত কোনো বড়ো পরিবর্তন সরকারিভাবে স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। এই পরিকল্পনা সৌদি আরবের সামাজিক-অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। দেশটি ট্যুরিজম বাড়াতে চায় এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে চায়। তবুও, বেশিরভাগ সাধারণ সৌদি নাগরিকদের জন্য মদ এখনও কঠোরভাবে নিয়ন্ত্রিত (বা নিষিদ্ধ) থাকার সম্ভাবনা আছে।
Comments