সংকটে আইসিবি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বর্তমানে ভয়াবহ আর্থিক সংকটে রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১,২১৪ কোটি টাকার নিট লোকসান দেখিয়েছে।
এই লকশানের ফলে এর বিনিয়োগ করা শেয়ারগুলোর মূল্য পড়ে গিয়ে প্রায় ৫,০০০ কোটি টাকার পোর্টফোলিও বাজার থেকে উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠানটির মোট দায় এখন ১৩,০৩০ কোটি টাকার বেশি, যার মধ্যে ১২,০২৭ কোটি টাকাই ঋণ। শুধু ঋণের সুদ পরিশোধ করতেই আইসিবিকে প্রতি মাসে প্রায় ৯০ কোটি টাকা দিতে হচ্ছে।
উচ্চ দামে দুর্বল শেয়ার কেনা (বিশেষ করে ২০১৫–১৭ সালে) এবং অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। কিছু শেয়ারের দাম এখন ক্রয়মূল্যের তুলনায় বহু গুণ কম—ফলে বড় ক্ষতি হয়। আইসিবির চেয়ারম্যান স্বীকার করেছেন, এই অবস্থায় প্রতিষ্ঠানটি টিকে থাকতে পারবে না বড় ধরনের সহায়তা ছাড়া। প্রতিষ্ঠানটি সরকার থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকার সহায়তা চাইছে।
এর প্রভাবে শেয়ারবাজারে বড় ধাক্কা লাগতে পারে। আইসিবির ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। সরকারকে বড় অঙ্কের অর্থ নিয়ে উদ্ধার পরিকল্পনা করতে হতে পারে। পুরো আর্থিক বাজারে অস্থিরতা বাড়তে পারে।
Comments