বিএনপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ইসির সংলাপে বিএনপির মোট তিনজন প্রতিনিধি ইসিতে এসেছেন।
আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে অংশ নেওয়া বাকি দলগুলো হলো বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদী (নতুন দল)।
সংলাপের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নাসির উদ্দিন বলেন, 'আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কমিটেড, সেইভাবেই দায়িত্ব পালন করবো। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহোযোগিতা চাই। আপনারা জনগকে ভোটকেন্দ্রে আসার জন্য ভূমিকা রাখবেন সেই আশা করি।'
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া সকালের অধিবেশনে ইসির সংলাপে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়ত বিপ্লব, এনসিপি, গণসংহতি আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
Comments