বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৪
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে দেশীয় পিস্তল, অ্যামুনিশন ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চারজনকে আটক করা হয়।
জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড অ্যামুনিশন এবং চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একতা এক্সপ্রেস পার্বতীপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সময় ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা নির্দিষ্ট বগিতে তুলে রেখে দ্রুত সটকে পড়ে। এসব বস্তাতেই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য লুকানো ছিল বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত নাশকতাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
Comments