মালয়েশিয়ায় বাংলাদেশীসহ গ্রেফতার ১২৩
মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটকে কঠোর অবস্থানে দেশটির ইমিগ্রেশন। নিয়মিত অভিযানের অংশ হিসাবে জোহর রাজ্যের একটি প্লাস্টিকের কারখানায় অভিযান চালিয়ে ১২৩ অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেফতার করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
রবিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন জোহর রাজ্যের ইমিগ্রেশন। বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া অভিযানে জোহর রাজ্যের অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন ও সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কর্মকর্তাদের একটি দল অংশ নেন।
আটকের মধ্যে বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ৭১ জন, ভারতের ৪ জন, নেপালের ২ জন ও ১ জন পাকিস্তানের নাগরিক।
কর্মকর্তারা জানিয়েছেন, আটক বিদেশিদের বিরুদ্ধে অনুমতি ছাড়া কাজ করা, বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়া এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর বিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিবাসন অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে, অনিবন্ধিত কর্মীদের নিয়োগ দেওয়ার অপরাধে কোম্পানিটির এক কর্মকর্তাকে আটক করা হয়।
অভিযান চলাকালীন অনেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়, অনেকে আবার কারখানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ধরা পড়েন।
জহুর রাজ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নিরাপত্তা স্বার্থে, অনিবন্ধিত কর্মীদের গ্রেফতার করতে এ অভিযান নিয়মিত চলবে। সাথে কর্মীদের কাজ দেওয়ার অপরাধে নিয়োগকর্তাদের আইনের আওতায় আনার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আটক সবার আরো তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করার জন্য স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন এ রাখা হয়েছে।
Comments