পরিবেশকে যা দেবেন, তা-ই ফেরত পাবেন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ গণতন্ত্রের মতো-আপনি পরিবেশকে যা দেবেন, পরিবেশও আপনাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। তাই পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের দাড়িপাড়া এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগর ও বিভিন্ন উপজেলার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, প্রকল্পের আওতায় থাকা ৪৪টি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নয়ন করা হলে শুধু মৎস্যজীবীই নয়, এলাকার সাধারণ জনগণও উপকৃত হবে। একই সঙ্গে তিনি পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার রোধে আরও কঠোর ও সচেতন হওয়ার আহ্বান জানান।
পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর তলদেশে যত পলিথিন জমেছে, তা রাখার মতো জায়গা আমাদের নেই। পলিথিন নষ্ট হয় না; মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে আবার আমাদের শরীরেই ফিরে আসে। এখন মায়ের দুধে, রক্তে, মস্তিষ্কে, লিভারে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমরা বাধ্য হয়েই পলিথিনে ডুবে যাচ্ছি।
তিনি আরও জানান, বাড়িতে বর্জ্য ব্যবস্থাপনার বাধ্যতামূলক পরিকল্পনা ও সেফটি ট্যাংকের পাশাপাশি নতুন নীতিমালার কাজ চলছে, যাতে জলাধার দূষণ বন্ধ করে পরিবেশকে টেকসই রাখা যায়।
সভায় প্রকল্পের আওতায় ৪৪টি খাল, পুকুর ও জলাশয়ের সংস্কার, তলদেশ পরিষ্কার, বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
Comments