“ঢাকা লক ডাউন”কে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়া বিএনপির অবস্থান কর্মসূচী
কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা "ঢাকা লক ডাউন"কে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়া অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমির সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় কায্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন কোন ধরনের নাশকতা ঘটতে না পারে সেদিকে নজরদারী করা হয়।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এখন পযর্ন্ত কোটালীপাড়ায় কোন নাশকতার খবর পাওয়া যায়নি।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার হালাদার বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে ঢাকা লক ডাউনের ঘোষনা দেয় আওয়ামী লীগ। তারা যাতে কোন ধরনের নাশকতা ঘটাতে না পারে সেজন্য উপজেলা বিএনপি ও সহযোগ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী গ্রহন করে। কোন ভাবেই কোন ধরনের নাশকতা ঘটাতে দেয়া হবে না।
Comments