কুড়িগ্রামে র্যাবের জালে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে র্যাবের জালে ধরা পড়েছে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোঃ কয়ছার মন্ডলের ছেলে মোঃ আজিজুল হক,সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার সন্তোষ গ্রামের ইসমাইল হোসেন ও একই উপজেলার নলুয়া গ্রামের চাদ আলী শেখের ছেলে মোঃ নবীর আলী।
শনিবার ৩১ জানুয়ারি দুপুরে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়,গতকাল রাতে কুড়িগ্রামের চিলমারীতে র্যাবের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।অভিযানে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ট্রাক তল্লাশী করে চালক ও সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৬ কেজি গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে চিলমারী থানায় মাদক কারবারি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন,অভিযানে আটক ৩ মাদক কারবারিদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Comments