ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান আমান উল্লাহ আমানের
আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। এখন থেকেই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অমান আরও বলেন,আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে হবে। বিএনপির সবচেয়ে বড় শক্তি দেশের সাধারণ জনগণ-তাই বিজয় আমাদের নিশ্চিত। পরে পুরস্কার বিতরণী পর্বে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে চেক ও ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ বাকার। এ সময় আরও উপস্থিত ছিলেন আয়েশা হাসপাতালের চেয়ারম্যান হাজী তাইজুদ্দিন, কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, দপ্তর সম্পাদক জানে আলম সুমন এবং কেরাণীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাজী মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
Comments