নির্বাচিত পার্লামেন্ট অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বেশি বেশি গণতন্ত্রের চর্চা আলোচনা হচ্ছে। এখান থেকেই সত্যিকার অর্থে গণতন্ত্রের সৌরভ তৈরি হবে। জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত পার্লামেন্টে দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছাবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় রেডিসন ব্লু লহরি হলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত 'জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ :জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, 'যতদ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই আমাদের মঙ্গল হবে। তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারব। আমি হতাশার কিছু দেখি না। গণতন্ত্রের চর্চাটা করতে হবে। আমরা আসলে দুর্ভাগা জাতি, বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, লড়েছি এবং সংগ্রাম করেছি।
কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাইনি। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন, এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য।'
জাতির উদ্দেশে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে আপনারা অনেকেই মনে করবেন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্যে দিয়েছেন। কিন্তু এর মধ্যে তো দ্বিমত থাকতে পারে, আপনার অন্যমত থাকতে পারে। মূল কথা আমরা যেটা বলি, অতিদ্রুত, যেটা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিন।
রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেন, আগামী দিনে বিপদে ঠেলে দেবার ব্যবস্থা হচ্ছে নির্বাচন।
৪ হাজার কিলোমিটারের বেশি বর্ডার থাকলেও প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য আমরা মেনে নেব না মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, সর্ববৃহত্ দলের দেওয়া নোট অব ডিসেন্ট খুব একটা গণতান্ত্রিক নয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতে বসে শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী তত্পরতা চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে রাজনৈতিক কোনো দল তেমন কিছু বলছে না।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ভারত ও পাকিস্তানের টানাটানির মধ্যে বাংলাদেশ পুনরায় নিমজ্জিত হচ্ছে। জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর দীর্ঘ মেয়াদে একটি অচলাবস্থায় নিয়ে যাবে দেশকে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, উপদেষ্টার ভাষণে নির্বাচনের দিনে গণভোট হবে। সেই ভাষণকে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিএনপিকে এখন সংস্কারের নেতৃত্ব দেওয়া দরকার।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সম্মিলিত অর্জন। কোনো রাজনৈতিক দলের একক অর্জন নয়।
Comments