গুলশান লেক থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার
রাজধানীর গুলশান লেক পাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সৌরভ হোসেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলশানের যে স্থানে সৌরভের লাশ পাওয়া যায়, তার আধা কিলোমিটারজুড়ে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর বাঁচার জন্য রক্তাক্ত অবস্থায় সৌরভ পালানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন জানান, সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে সৌরভ হোসেন হত্যাকাণ্ডের শিকার হন। পরে রাত ৩টার দিকে সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।
কারো সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি-না জানতে চাইলে কাওসার বলেন, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই, ঠিক কীভাবে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Comments