ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা 'আইকিউএয়ার'-এর তথ্য অনুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ভারতের দিল্লি শীর্ষে অবস্থান করছে এবং সেই সঙ্গে ঢাকার বাতাসকে 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বায়ুর মানসূচকে (একিউআই) ১৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকা ১১তম অবস্থানে রয়েছে। তালিকায় প্রথম (দিল্লি), তৃতীয় (কলকাতা) ও নবম অবস্থানে থাকা তিনটি শহরই ভারতের।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ৬১৫, যা 'দুর্যোগপূর্ণ' মাত্রার। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৭৫ এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৫২—এই দুটি শহরই 'খুবই অস্বাস্থ্যকর' বিভাগে রয়েছে।
একই সঙ্গে ২১৩ ও ২০১৮ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও কুয়েতের কুয়েত সিটি। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৭৪ থেকে ১৬১-এর মধ্যে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়, এই পর্যায়ে রয়েছে ঢাকা। স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান 'ভালো' বলে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা 'সহনীয়' ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা 'সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। অন্যদিকে, স্কোর ২০১ থেকে ৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' বলে বিবেচিত হয়।
Comments