ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। রিপাবলিকান প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
কংগ্রেসের সাবেক সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা স্প্যানবার্গার এই নির্বাচনে মধ্যমপন্থী প্রার্থী হিসেবে লড়েছেন। নির্বাচনে জয়ী হয়ে তিনি ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে দুর্বল অবস্থানে থাকা ডেমোক্র্যাটদের জন্য এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভার্জিনিয়ার রাজনীতিতে স্প্যানবার্গারের জয় একটি ধারাবাহিকতার অংশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৭৭ সালের পর থেকে একবারই প্রেসিডেন্টের দলীয় প্রার্থী সেখানে গভর্নর হয়েছেন। এছাড়া বাকি নির্বাচনগুলোতে জয় এসেছে বিরোধী দলের প্রার্থীদের হাতে।
বর্তমান গভর্নর গ্লেন ইয়ংকিন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের মহামারিকালীন নীতির বিরোধিতা করে রিপাবলিকান দল থেকে জয়ী হয়েছিলেন।
বিজয়ী ঘোষণার পর দেওয়া বক্তব্যে উজ্জ্বল লাল রঙের স্যুট পরা স্প্যানবার্গার বলেন, 'ভার্জিনিয়াবাসী আজ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা বিশ্বকে দেখিয়েছে, আমাদের রাজ্য দলীয় পক্ষপাত নয়, বরং বাস্তবতাকে বেছে নিয়েছে।'
Comments