লন্ডনে চলন্ত ট্রেনে একের পর এক ছুরিকাঘাত, আশঙ্কাজনক ৯
লন্ডনে চলন্ত ট্রেনে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। তাদের একের পর এক ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন ১০ যাত্রী। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে ২ সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে কেমব্রিজশায়ারের হান্টিংডন এলাকায় ঘটনাটি ঘটে। চলন্ত ট্রেনের মধ্যেই দুষ্কৃতিকারীরা যাত্রীদের উপর ছুরি হাতে চড়াও হয়। তৎক্ষণাৎ ট্রেনটিকে হান্টিংডনের একটি স্টেশনে থামানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুল্যান্স, পুলিশ ও উদ্ধারকারী দল। যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভয়াবহ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লেখেন, 'আহতদের প্রতি আমার সমবেদনা রইল। সেই সঙ্গে, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার জন্য জরুরি সেবাগুলোকে অসংখ্য ধন্যবাদ'। আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তার জন্য স্থানীয়দের পুলিশের সঙ্গে সহযোগিতার পরামর্শও দেন তিনি। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসায় যাতে কোনও ব্যাঘাত না-ঘটে সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
ঘটনা প্রসঙ্গে ব্রিটেনের পরিবহন পুলিশের পক্ষ থেকেও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তদন্তে জঙ্গি দমন শাখার পুলিশও যোগ দিয়েছেন। পরিবহন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেনটি উত্তর-পূর্বের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনের দিকে যাচ্ছিল। শহরের পূর্বপ্রান্তে অবস্থিত রেলের এই পথটি সবসময় যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে। আর তাই এদিনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিড়ের মধ্যে একটি বড় ছুরি হাতে ট্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এক দুষ্কৃতিকারী। কামরার চারপাশে রক্তও পড়েছিল। প্রাণে বাঁচতে অনেকে শৌচাগারে গিয়ে লুকিয়ে পড়েন ৷ চারিদিক থেকে ভেসে আসছিল যাত্রীদের চিৎকার ৷ প্রাণের দায়ে দৌড়তে গিয়ে একে অপরের উপর পড়ে যান বেশ কয়েকজন। ঘটনার পর লন্ডনের উত্তর-পূর্ব রেল সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। যাত্রীদের আপাতত এ পথে ভ্রমণ না করতে অনুরোধও করা হয়েছে। কেমব্রিজশায়ার এবং পিটারবরোর মেয়র পল ব্রিস্টো জানান, আততায়ীর পরিচয় এখনও জানা যায়নি। হামলার কারণও স্পষ্ট নয় ৷
Comments