মেলিসা: বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সামনে জ্যামাইকা
এ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকা উপকূলে। দেশটিতে এরইমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই ঘূর্ণিঝড়টি প্রাণঘাতী ও এটি মহা বিপর্যয় ডেকে আনতে পারে দেশটিতে।
ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ মাইল (২৮২ কিমি) বেগে বয়ে যাওয়া হারিকেন মেলিসা বর্তমানে ক্যাটাগরি ফাইভ ঝড়— যা সর্বোচ্চ মাত্রার। এটি আরও শক্তি সঞ্চয় করছে। মঙ্গলবার সকালে এটি ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকার উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে।
জ্যামাইকার পাশাপাশি হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রেও চারজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝড়টি ধীরে চলায় দীর্ঘ সময় ভারী বৃষ্টি হতে পারে, এতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়বে।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্রের (এনএইচসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বোচ্চ বাতাসের গতি ও নিম্নচাপের দিক থেকে মেলিসা এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়।
বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজ বলছে, বর্তমান শক্তি অনুযায়ী, ১৮৫১ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন হবে এটি।
হারিকেন জ্যামাইকায় আঘাত হানার আগেই সোমবার সন্ধ্যায় তিনজনের মৃত্যু হয়েছে বলে এক্স হ্যান্ডলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার সবশেষ সতর্কবার্তায় মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানায়, জ্যামাইকায় বিধ্বংসী ও প্রাণঘাতী ঝড়ো হাওয়া, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত।
এনএইচসি জানায়, মেলিসা রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি ঘণ্টায় মাত্র ৩ মাইল (৬ কিলোমিটার) বেগে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে।
এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান জ্যামাইকার বাসিন্দাদের সতর্ক করে বলেন, মঙ্গলবার পর্যন্ত ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকবে। কেউ ঘরের বাইরে যাবেন না।
তিনি আরও বলেন, ঝড়ের কেন্দ্র যখন আপনার এলাকার ওপর দিয়ে যাবে, তখনও বাইরে যাওয়া বিপজ্জনক। মেলিসা দ্রুতগতিতে দ্বীপটির ওপর দিয়ে অতিক্রম করবে।
এনএইচসি জানায়, আগামী চার দিনে জ্যামাইকার কিছু এলাকায় ৪০ ইঞ্চি (প্রায় ১০০ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এনএইচসির উপ-পরিচালক জেমি রোম বলেন, ঝড়ের ধীরগতির কারণে এত বিপুল বৃষ্টিপাত হতে পারে, যা জ্যামাইকার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
Comments