জানুয়ারি–সেপ্টেম্বর নয়মাসে জিপি’র মুনাফা কমেছে ২৩ শতাংশ
দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোনের চলতি অর্থবছরের (২০২৫ সালের) প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তাদের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কমেছে।
রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় অনুমোদিত ও প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি এ সময়ে ২ হাজার ২৬৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৬.৭৭ টাকা।
২০২৪ সালের একই সময়ে গ্রামীণফোনের নিট মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১২ হাজার ১০৯.৮ কোটি টাকা।
Comments