গৌরবের ৭২ বছর উপলক্ষে রাবি আইন বিভাগের জমকালো আয়োজনে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবের ৭২ বছর পুনর্মিলনী উপলক্ষে ক্যাম্পাসে সাজ সাজ রব।বর্ণিল সাজে সেজে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থীর পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন,মাননীয় প্রধান বিচারপতি, ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।এরপর তিনি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।শোভাযাত্রায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্নভাবে নিজেদের উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের সব মিলিয়ে মোট, ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী।
আজকের এই মিলনমেলায় আইন বিভাগে আগত সাবেক শিক্ষার্থীদের অনেকেই একে অপরকে বহুদিন পর দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।আইন বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী চৈতি বিশ্বাস বলেন এধরনের একটা আয়োজনে অংশ নিতে পেরে আমি খুবই গর্বিত,এতো এতো সাবেক বড় ভাই-বোনদের একসাথে দেখতে পারা সত্যি সৌভাগ্যের,এককথায় আমি উচ্ছসিত। অনেকে গান বাজনা এবং ছবি তোলায় ব্যস্ত সময় পার করেন। পুনর্মিলনী উপলক্ষে আজ আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মাননীয় প্রধান বিচারপতি আলোচনাসভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড.সালেহ হাসান নকিব।
Comments