জুলাই সনদ স্বাক্ষর আজ

চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক অঙ্গণে বহুল আলোচিত 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর হতে যাচ্ছে আজ শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল চারটায় এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতী ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশন এটিকে 'নতুন রাজনৈতিক সমঝোতার দলিল' হিসেবে আখ্যায়তি করেছে। আর প্রধান উপদেষ্টা বলেছেন, 'এই সনদ জাতির জন্য একটি মস্ত বড় সনদ' হয়ে থাকবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া ৩৩টি রাজনৈতিক দল-জোটকে আজকের এই স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন। ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বেগম খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। তিনি স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।
তবে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতার কারণে সংশ্লিষ্ট সব দলের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়া এবং সনদে স্বাক্ষর করা নিয়ে এখনও সংময় রয়েই গেছে। যদিও ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি সব দল অনুষ্ঠানে আসবে এবং সনদে সই করবে। কোনো দল আজ সনদে স্বাক্ষর না করলেও পরবর্তীতের স্বাক্ষর করতে পারবে, সেই সুযোগ উন্মুক্ত থাকবে।
Comments