মাদারীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জাতীয় নির্বাচনের পূর্বে "জুলাই সনদ" বাস্তবায়নে আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা। রোববার সকালে শহরের ইটেরপুল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "জামায়াতে ইসলামী সবসময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চেয়ে আসছে। কিন্তু সরকার ঘোষিত পাঁচ দফা দাবি উপেক্ষা করলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করবে।" ঘোষিত ৫ দফা দাবি সমূহ - জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান, মাদারীপুর সদর থানা আমির মাওলানা হুমায়ুন কবির, কালকিনি থানা আমির মাওলানা রকিবুল ইসলাম, এবং কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি কাজী আবুল বাশারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
Comments