জনসভায় হামলার ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ ১৫ জন আহত

মাদারীপুরের কালকিনিতে একটি জনসভায় দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর (অব.) রেজাউল করিম রেজার উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। সভা চলাকালীন হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১৫ জন আহত হন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Comments