মালয়েশিয়ায় স্থানীয় নাগরিক সহ ১৯৯ জন গ্রেফতার

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে আরো বড় একটি অভিযানে ১৯৬ জন অবৈধ অভিবাসী কর্মী গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় শুরু হওয়া অভিযানটি চলে ১১.৩০ মিনিট পর্যন্ত।
এ সময় এক কিলোমিটার জুড়ে লিটিল পাকিস্তান নামে চৌকিট এলেকায় ৪৫ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্থানীয় ৩ জন সহ ১৯৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়। যাদের মধ্যে দুই জন ভিক্ষা করতে বলে ধারণা করা হচ্ছে। এখানে অনিবন্ধিত অভিবাসী কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগে, স্থানীয় নাগরিকের গ্রেফতার করা হয়, বিদেশি নাগরিকদের বৈধ কোন নথি পত্র না থাকায় গ্রেফতার করা হয় বলে জানান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ।
গ্রেফতার কৃতদের মধ্যে ৩ জন স্থানীয় নাগরিক, ১৫০ জন পাকিস্তানি, ২১ জন বাংলাদেশী,১০ জন ভারতীয়, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালী, জর্ডানিয়ান ও ফিলিপিনোর ২ জন করে এবং ১ জন শ্রীলঙ্কার নাগরিক। যাদের বয়স ১২ থেকে ৬০ বছরের মধ্যে।
অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করলে ব্যার্থ হয়, অনেকে অফিসারদের সাথে খারাপ ব্যবহার করে। এ সময় প্রশাসনের ৫ টি সংস্থার মোট ১৭০ জন ইনফোর্সমেন্ট অফিসার অংশগ্রহন করেন বলে জানান কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের প্রধান ওয়ান মোহাম্মদ সৌপি।
তিনি বলেন, সনাত্মক করা অপরাধের মধ্যে রয়েছে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(গ) এর অধীনে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকার, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, ধারা ১৫ (১)(গ) এবং ভ্রমণ পাশের অপব্যবহার করা।
নিয়োগকর্তাদের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষার জন্য একই আইন ধারা ৫৫বি এবং ৫৬(১)(ঘ) এর অধীনে তদন্ত পরিচালিত হচ্ছে।
Comments