আফগানিস্তানকে হুমকি দিলেন ট্রাম্প

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে জোড়ালো পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তালেবান সরকারকে হুমকি দিয়ে বিমান ঘাঁটি দখল করতে সেনা পাঠানোর বিষয়টিও উড়িয়ে দেননি তিনি।
স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেটি তাদের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।'
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা। বাগরাম বিমান ঘাঁটিটি ২০০১ সাল থেকেই মার্কিন সেনা ব্যবহার করত। ২০২১ সালের তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। এসময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের।
সবশেষ ওই বছর ৩০ আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও, আফগানদের চোখে সেটি ছিল পালানো।
কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিমানঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য মার্কিন সেনা পাঠাবেন কিনা? এ প্রশ্নের উত্তর তিনি সরাসরি দেননি। বলেন, 'এটা নিয়ে এখন আমরা কথা বলব না।'
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এখন আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা ওই বিমান ঘাঁটি ফেরত চাই। খুব শিগগিরই ফেরত চাই। যদি ওরা সেটা না করে, যদি না করে, আমি কী করব সেটা আপনারা সকলে দেখতে পাবেন।'
তবে ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে বলে জানিয়ে দিয়েছে তারা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয় ছাড়া, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যেকোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি বলেন, 'আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের একে অপরের সাথে আলোচনায় বসা উচিত। তবে হতে হবে আফগানিস্তানের কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়াই। কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিকে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।'
Comments